এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন


এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন জন। তারা হলেন, জোয়েল মোকির, ফিলিপ অ্যাঘিওন এবং পিটার হাউইট।
সোমবার (১৩ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস জানিয়েছে, উদ্ভাবন-চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য এই তিনজনকে এবারের নোবেল পুরস্কার দেয়া হয়েছে।
আলফ্রেড নোবেলের স্মৃতিকে ধারণ করে প্রতিবছর বিভিন্ন ক্যাটাগিরিতে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি দেয়া হয়। অর্থনীতিতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কারের নাম সেভেরিজেস রিক্সব্যাঙ্ক পুরস্কার। যার মূল্য ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনা (১.২ মিলিয়ন ডলার)।
পুরস্কার প্রদানকারী সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, যারা এই পুরস্কার পেলেন, তারা দেখিয়েছেন যে, টেকসই প্রবৃদ্ধিকে হালকাভাবে নেয়া যায় না। তাদের কাজ থেকে বোঝা যায় যে, অব্যাহত প্রবৃদ্ধির জন্য হুমকি সম্পর্কে আমাদের সবসময় সচেতন থাকতে হবে এবং তা মোকাবেলা করতে হবে।
চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, শান্তি এবং সাহিত্যের জন্য পুরষ্কার ঘোষণা করা হয়েছে গত সপ্তাহে।
সুইডিশ ডিনামাইট উদ্ভাবক এবং ব্যবসায়ী আলফ্রেড নোবেলের ইচ্ছায় এই পুরষ্কারগুলো প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৯০১ সাল থেকে বিতরণ করা হচ্ছে।
তবে অর্থনীতিতে পুরষ্কারটি অনেক পরে থেকে দেয়া শুরু হয়। ১৯৬৯ সালে প্রথম দেয়া হয় বলে জানানো হয়।