হঠাৎ ক্রিপ্টোকারেন্সির বাজারে বড় দরপতন কেন?

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১২ অক্টোবর ২০২৫, ০৮:৫৮ পিএম
হঠাৎ ক্রিপ্টোকারেন্সির বাজারে বড় দরপতন কেন?
ছবি : সংগৃহীত

চীনের উপর ট্রাম্পের নতুন ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকির কারণে ক্রিপ্টোকারেন্সির বাজারে ইতিহাসের অন্যতম বড় দরপতন ঘটেছে। বিটকয়েন, ইথার, সোলানাসহ অধিকাংশ ক্রিপ্টোকারেন্সির দাম কমেছে। আর এতে আগামী সপ্তাহে বৈশ্বিক বাজারে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

আগের ৩০ শতাংশের সঙ্গে চীনের উপর নতুন করে আরও ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। আর এতেই অস্থির হয়ে উঠেছে ক্রিপ্টোকারেন্সির বিশ্ববাজার।

রবিবার (১২ অক্টোবর) সকালের তথ্য বলছে, অন্তত ৪০০ বিলিয়ন ডলার মূলধন হারিয়েছে ভার্চুয়াল মুদ্রার এই বাজার। আর এতে আগামীতে বৈশ্বিক বাজারে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

ট্রেডিং ইকোনমিকসের তথ্য বলছে, রোববার সকালে জনপ্রিয় মুদ্রা বিটকয়েন বিক্রি হয়েছে ১১ হাজার ৭৪ ডলারে। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে ১০ দশমিক ৭২ শতাংশ।

সপ্তাহ ব্যবধানে বাইন্যান্সের দাম কমেছে ৪.০২ শতাংশ। রোববার সকালে এই ভার্চুয়াল মুদ্রা বিক্রি হয়েছে ১ হাজার ১২৫ ডলারে।

দাম কমেছে আরেক জনপ্রিয় মুদ্রা ইথারের। সপ্তাহ ব্যবধান ১৬ দশমিক ৯৯ শতাংশ কমে প্রতিটি এই ক্রিপ্টোমুদ্রা বিক্রি হচ্ছে ৩ হাজার ৭৮৫ ডলারে।

নিম্নমুখী প্রবণতা দেখা গেছে সোলানার দামেও। সকালে প্রতি সোলানা বিক্রি হয়েছে ১৭৭.৯৫ ডলারে। যা সপ্তাহ ব্যবধানে ২৩.০৯ শতাংশ কম।

বড় পরিবর্তন এসেছে কসমসের দামেও। সপ্তাহ ব্যবধানে ২৫.৯৬ শতাংশ কমে এই মুদ্রা বিক্রি হচ্ছে প্রতিটি ৩.১২ ডলারে।