আমেরিকায় যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৭ জুলাই ২০২৫, ১১:৫০ পিএম
আমেরিকায় যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা
ছবি : সংগৃহীত

পাল্টা শুল্ক চুক্তি নিয়ে তৃতীয় ও চূড়ান্ত দফার আলোচনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে আমেরিকার বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর)। আগামী মঙ্গল ও বুধবার ওয়াশিংটনে এ আলোচনা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে সোমবার সন্ধ্যায় ঢাকা ছাড়বেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে আরও থাকবেন- জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী প্রমুখ।  

বাণিজ্য সচিব বলেন, শুল্ক চুক্তির খসড়া পাওয়ার পর কয়েক দফায় আমরা কাজ করেছি। ওয়াশিংটনে দুই দফা সরাসরি এবং অনলাইনে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে বৈঠকের পর ২৩ জুলাই আমরা আমাদের চূড়ান্ত অবস্থান আমেরিকাকে জানিয়েছে।

তিনি বলেন, আমেরিকার কাছে সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) অফিসে ২৯ ও ৩০ জুলাই সরাসরি বৈঠক হবে। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য সচিব উপস্থিত থাকবেন। ৩১ তারিখও একটি সভা হতে পারে। বাংলাদেশের প্রতিনিধিদল আগামীকাল সন্ধ্যায় রওনা দেবে। যেহেতু তাদের সঙ্গে আলোচনা চলছে, ১ আগস্টের মধ্যেই হয়তো শুল্কের বিষয়ে ফলাফল হয়ে যাবে।

দ্বিতীয় দফার আলোচনা শেষে ওয়াশিংটন থেকে ফিরে গত ১৪ জুলাই বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সংবাদ সম্মেলন করে বলেছিলেন, পাল্টা আমেরিকার সঙ্গে তৃতীয় পর্যায়ের আলোচনা হবে। এ জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আলোচনার জন্য আমেরিকার কাছে সময় চাওয়া হয়েছে। গত সপ্তাহের মাঝামাঝি সময় পাওয়া যাবে বলেও আশার কথা জানান তিনি। কিন্তু ইউএসটিআরের পক্ষ থেকে সময় দিতে কিছুটা বিলম্ব হয়। এমনকি এ পর্যায়ে সরাসরি বৈঠকের পরিবর্তে অনলাইনে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত সশরীরে উপস্থিত থেকে বৈঠকে আমন্ত্রণ পাওয়া গেল।