অর্থনৈতিক সম্পর্ক গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের


প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো আন্তোনিও রুবিও। এসময় উভয় পক্ষই দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে নিজেদের 'অংশগ্রহণযোগ্য প্রতিশ্রুতি' নিশ্চিত করেন।
ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 'নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধি’র জন্য তাদের যৌথ প্রতিশ্রুতিও নিশ্চিত করেন।
টেলিফোনে কথোপকথনের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করা এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য তাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।’
সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় তারা এই ফোনালাপ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অধ্যাপক ইউনূস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ১৫ মিনিট ধরে ফোনালাপ করেন।
এসময় তারা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, আন্তরিক ও গঠনমূলক আলোচনা করেন, যা দুদেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে তুলে ধরেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম।