মায়ের সঙ্গে মার্কেটে এসে অটোরিকশাচাপায় শিশু নিহত


চাঁদপুর শহরে ঈদের জন্য নতুন পোশাক কেনার জন্য মায়ের সঙ্গে মার্কেটে গিয়ে লাশ হলো ছয় বছরের শিশু আফরোজা। নিহত আফরোজা শহরের পুরানবাজার এলাকার প্রবাসী আবুল বাশারের ছোট মেয়ে। তারা শহরের আল-আমিন স্কুল অ্যান্ড কলেজের কাছে ভাড়া বাসায় থাকেন।
রবিবার বিকাল ৪টার দিকে কাজী নজরুল ইসলাম সড়কে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার চাপা পড়ে শিশুটি নিহত হয়।
স্বজনরা জানান, বাসা থেকে মার্কেটের উদ্দেশ্যে মায়ের সঙ্গে ঘর থেকে বের হয় আফরোজা। জেলা পরিষদ ডাকবাংলোর সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী অটোরিকশা আফরোজাকে চাপা দিয়ে রাস্তায় ফেলে দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান শোভন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
খবর পেয়ে হাসপাতালে এসে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’