কুমিল্লায় সৎ মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
কুমিল্লার হোমনায় সৎ মা সেনোয়ারা বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মোফাজ্জল হোসেন বেনু নামের এক যুবকের বিরুদ্ধে।
খাবার খাওয়া নিয়ে তুচ্ছ ঘটনা জেরে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা শ্রীনগর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত সেনোয়ারা শ্রীনগর গ্রামের আবুল কাশেমের স্ত্রী।
এদিকে শুক্রবার (২৯ নভেম্বর) সৎ ছেলে মোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, খাবার খাওয়া নিয়ে তুচ্ছ ঘটনা জেরে সেনোয়ারাকে পিটিয়ে আহত করে মোফাজ্জল। এসময় তাকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
সেখানে অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয় চিকিৎসক। সেখানে থেকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়না হন স্বজনরা। পথে কোনো সাড়া শব্দ না পাওয়ায় তাকে রাত সাড়ে ১০টার দিকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভিকটিমের আরেক সৎ পুত্রবধূ হোসনে আরা বেগম বাদি হয়ে ওই দিন রাতে হোমনা থানায় একটি হত্যা মামলা করেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। এছাড়া মোফাজ্জলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে বিকৃত মস্তিস্ক বলে মনে হয়েছে।