পটুয়াখালীর নদীতে মিলল ১ মণ ওজনের কচ্ছপ
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২১ নভেম্বর ২০২৪, ০৯:২৪ এএম
পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে ১ মণ ওজনের একটি কচ্ছপ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার রনগোপালদী ইউনিয়নের পাতার চর নামক স্থানে বজলু হওলাদার নামের এক জেলের জালে কচ্ছপটি ধরা পড়ে।
বজলু জানান, বিকাল ৪টায় তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীর মোহনায় পাতার চর এলাকায় জাল বাইতে যায় তিনি। জাল টানার শেষপর্যায় বিশাল একটি কচ্ছপ উঠে আসে। কচ্ছপটি তীরে নিয়ে এলে সেটিকে দেখতে শত শত লোক ভিড় করে। পরে স্থানীয়রা কচ্ছপটি আবার নদীতে ছেড়ে দেয়।
প্রত্যক্ষদর্শী মো. শাহ আলম অপু বলেন, ‘আগে কখনও এত বড় কচ্ছপ দেখিনি, আজ দেখলাম।’