সাড়ে ৮ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২০ নভেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
সাড়ে ৮ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২০ নভেম্বর) রাত পৌনে ৮টায় আপলাইনে ট্রেন ছেড়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার স্টেশনমাস্টার মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বুধবার বেলা সোয়া ১১টায় সদর উপজেলার বড়হরণ এলাকায় কনটেইনার ট্রেইনের বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার আড়াই ঘণ্টা পর দুপুর পৌনে ২টার দিকে ট্রেনটির উদ্ধারকাজ শুরু হয়। এতে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন শুধু ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল করে।
ব্রাহ্মণবাড়িয়ার স্টেশনমাস্টার মো. জসিম উদ্দিন জানান, সাড়ে ৮ ঘণ্টা পর লাইনচ্যুত ট্রেনটির উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। রাত পৌনে ৮টায় আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।