ইন্ডিয়াতে পালানোর সময়  আটক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজেশ্বর 

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৮ পিএম
ইন্ডিয়াতে পালানোর সময়  আটক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজেশ্বর 
ছবি: সংগৃহীত

ইন্ডিয়াতে পালানোর সময় সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজেশ্বর দাসকে আটক করেছে বিজিবি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ভোমরা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

তিনি জানান, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীন ভোমরা আইসিপি দিয়ে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজেশ্বর দাস ইন্ডিয়াতে পালানোর চেষ্টার সময় বিজিবি আটক করে। তিনি আশাশুনি উপজেলার সরাপপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র দাসের ছেলে। 

তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে ২০০৮ সালে জাল টাকার একটি মামলা ছিল রাজেশ্বর দাসের বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চিংড়ি মাছের ঘের দখল আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগ রয়েছে।