চরফ্যাশনে বেতুয়া নদীবন্দর টার্মিনালের উদ্বোধন

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:২৭ অক্টোবর ২০২৫, ০৮:২৩ পিএম
চরফ্যাশনে বেতুয়া নদীবন্দর টার্মিনালের উদ্বোধন
ছবি- সংগৃহীত

চরফ্যাশনের বেতুয়ায় প্রবহমান মেঘনা নদীর সঙ্গে নদী বন্দর টার্মিনাল ভবন উদ্বোধন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২ টায় তিনি মেঘনা নদী তীরবর্তী বেতুয়ায় ফিতা কেটে যাত্রীদের জন্য টার্মিনালটি খুলে দেন।

পরে টার্মিনালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এক মতবিনিময় অনুষ্ঠানে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ঢাকার সঙ্গে চরফ্যাশনের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। এখানকার মানুষের নৌপথের যাত্রা নির্বিঘ্ন করতে বেতুয়া নদীবন্দর টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। এমন টার্মিনাল ভবন বাংলাদেশের কোথাও আমার চোখে পড়েনি। টার্মিনালটি আপনাদের, এটাকে সুন্দর রাখার দায়িত্বও আপনাদের। এ অঞ্চলের ঐতিহ্য রক্ষার্থে শতবর্ষী প্যাডেল স্টিমার পুনরায় চালু করেছি। আমাদের পরিকল্পনা রয়েছে, এই প্যাডেল স্টিমার ঢাকা-বরিশাল নৌপথে চলবে। তবে সপ্তাহে এক দিন ঢাকা-ভোলা নৌপথে চলবে।’

তিনি আরও বলেন, আমাদের দেশে বহু নদী রয়েছে, এই নদীগুলো আমাদের জন্য আশীর্বাদ, আমাদের ঐতিহ্যের বাহক। নদীকে বাঁচিয়ে রাখতে হবে। ভোলার প্রায় ১৭ লাখ মানুষ এই টার্মিনালের সুবিধা ভোগ করবে।

উপদেষ্টা বলেন, একসময় পদ্মায় ইলিশ ধরা পড়ত, এখন তা নামতে নামতে চাঁদপুর হয়ে ভোলায় আসে। বর্তমানে ভোলার ইলিশই সবচেয়ে বেশি পাওয়া যায়। আমরা যদি এই প্রক্রিয়াকে সমান্তরালভাবে এগিয়ে নিতে পারি, তাহলে হাজার হাজার জেলে আরও স্বচ্ছলভাবে জীবিকা নির্বাহ করতে পারবে।

তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা এবং আমরা সেটাই করে যাচ্ছি।

এ সময় বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বক্তব্য রাখেন।

‎পরে বিকেল সাড়ে ৪টার দিকে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের গাছির খাল লঞ্চঘাটে নবনির্মিত পন্টুনের উদ্বোধন করেন।

উল্লেখ্য, বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত ও অর্থনৈতিক  কর্মকাণ্ড পরিচালনার সুবিধার্থে নৌপরিবহন মন্ত্রণালয় দেশের দুর্গম অঞ্চলে নৌযোগাযোগ ব্যবস্হা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় আজ ভোলার চরফ্যাশনে বেতুয়া নদী বন্দর টার্মিনাল ও গাছিরখাল  লঞ্চঘাট উদ্বোধন করেছেন নৌপরিবহন উপদেষ্টা। ইতোপূর্বে ভোলাসহ দেশের প্রান্তিক অঞ্চলে সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে স্থাপন করা হয়েছে। শত বছরের ঐতিহ্য ধরে রাখতে ও নৌপর্যটন খাতের উন্নয়নে ঢাকা বরিশাল রুটে  শতবর্ষী পিএসমাহসুদ  চালু করা হচ্ছে।