জামালপুরে কাভার্ডভ্যান চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:২৭ অক্টোবর ২০২৫, ০৪:১৯ পিএম
জামালপুরে কাভার্ডভ্যান চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত
ছবি- সংগৃহীত

জামালপুরে কাভার্ডভ্যান চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর টাঙ্গাইল মহাসড়কে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইলগামী একটি কাভার্ডভ্যান দ্রুত জামালপুর শহরগামী একটি ইজিবাইককে চাপা দিলে ইজিবাইক যাত্রী রাশেদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

ইজিবাইকের অন্য যাত্রী চান মিয়া ও আরিফা খাতুন পলি এবং অজ্ঞাত একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত চান মিয়ার বাড়ি সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নে, রাশেদ মিয়া ও পলির বাড়ি সরিষাবাড়ী উপজেলায়।

গুরুতর আহত জাহাঙ্গীর, সাদিকা,ফারজানা, সন্দ্যা এবং শিশু আরশ এবং অজ্ঞাত আরও একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তাদের সবাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আহতদের বাড়ি জামালপুর সদর উপজেলার দিগপাইত এবং তিতপল্লা ইউনিয়নে বলে জানিয়েছেন পুলিশ।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান,  এ ঘটনায় চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। কাভার্ডভ্যান আটক করা হয়েছে বলে জানান তিনি।

অজ্ঞাতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান ওসি