উত্তরের জেলা নীলফামারীতে ঘন কুয়াশায় ঢেকে গেছে সকাল

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২১ অক্টোবর ২০২৫, ১১:৩৯ এএম
উত্তরের জেলা নীলফামারীতে ঘন কুয়াশায় ঢেকে গেছে সকাল

উত্তরের জেলা নীলফামারীতে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ঘন কুয়াশায় ঢেকে যায়। কম দৃশ্যমানতার কারণে শহরের রাস্তায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। সঙ্গে সঙ্গে শীতের অনুভূতিও বেড়ে গেছে।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। শহরের ফসলি জমি ও ঘাসের ডগায় শিশির জমে আছে। দিনে কখনও রোদ, কখনও হালকা বৃষ্টি থাকলেও রাতের সময় শীত বাড়ছে।

মুন্সিপাড়া এলাকার বাসিন্দা হাসান আলী বলেন, সকালে গাড়ি চালাতে হেডলাইট জ্বালাতে হয়েছে, কারণ ঘন কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিল না।

জেলা শহরের ভ্যানচালক আশরাফুল ইসলাম বলেন, ভোরবেলায় কুয়াশা চারপাশ ঢেকে দিয়েছিল, দূরে কিছুই দেখা যাচ্ছিল না। সবাই লাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছিল।

ডিমলা উপজেলার কৃষক মমিনুর রহমান জানান, ভোরে কুয়াশা ঘন থাকে। শীত নেমে এসেছে, রাতে ও সকালে ঠান্ডা লাগে। মাঠে শীতকালীন সবজি রোপণ শুরু হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, সকালে কুয়াশার ঘনত্ব বেশি ছিল। আগামী কয়েক দিনে কুয়াশা ও শীত আরও বাড়তে পারে।