ভিক্টোরিয়া কলেজে মারামারি ও অস্ত্রের মহড়ার ঘটনায় ১৬ জন গ্রেপ্তার
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় ছাত্র ও বহিরাগত কিশোর গ্যাংয়ের সদস্যসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ও বুড়িচংয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি।
গ্রেপ্তার আসামিরা হলেন– তানভীন সিফাত, আলমগীর জিসান, তানভিরুল ইসলাম অভি, আরিফুল ইসলাম নাঈম, দ্বীন ইসলাম, রোহান তালুকদার, আলিফুল হক জিহাদ, আবদুল্লাহ আল সিয়াম, মো. আরাফাত হোসেন, মো. তাহসিন হোসেন, সোয়াদ তাহসান তৌসিন, তৌহিদুল ইসলাম মাহিম, শাফায়েত ইসলাম, আশরাফুজ্জামান সিফাত, মাহবুব আলম রায়হান। এ ছাড়া কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাসার ভূঞা সমকালকে বলেন, এ ঘটনায় কলেজের পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় সরাসরি কতজন আমাদের ছাত্র জড়িত ছিল, তা তদন্তের পর জানা যাবে। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, এ ঘটনায় র্যাব, ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে। জড়িত সবাইকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তার আসামিদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, এ ঘটনায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে পিস্তল হাতে দেখা যায়। ওই কিশোরকে গ্রেপ্তার করা হলেও পিস্তলটি উদ্ধার করা সম্ভব হয়নি। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, ঘটনা চলাকালে সে পিস্তলটি রাস্তায় ছুড়ে ফেলেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার আধিপত্য বিস্তার নিয়ে ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী আলমগীর জিসান ও ফাহাদের সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীন সিফাতের কথা কাটাকাটি হয়। তর্কবিতর্ক চলাকালে সিফাত ক্ষিপ্ত হয়ে ফাহাদকে মারধর করে এবং জিসানকে মারধরের হুমকি দেয়। পরে সিফাত ও ফাহাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে সিফাত কলেজের বাইরের বন্ধুদের মোবাইল ফোনে কল দিয়ে ক্যাম্পাসে ডেকে আনে। দুপুরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস থেকে বের হওয়ার সময় সিফাত ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের শিক্ষার্থীদের তাড়া করে তাদের মারধর করে। এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনার ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একজন হাতে ধারালো রামদা নিয়ে শিক্ষার্থীদের তাড়া করছে। এ সময় কিশোর বয়সী একজনের হাতে পিস্তল দেখা যায়। এ ঘটনায় পাঁচজন আহত হয়।
