টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১৬ অক্টোবর ২০২৫, ০৮:২৬ পিএম
টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলের মধুপুরে ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন একই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত কয়েকজন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার পাহাড়ি বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ব্যাটারিচালিত ভ্যান, একটি মাহিন্দ্রা ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়

ঘটনায় পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাহিন্দ্রার ৪ জন যাত্রীর মৃত্যু হয় ছাড়া আহত হয়েছেন আরও অন্তত কয়েকজন।

খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। মরদেহ উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মধুপুর থানার অরনখোলা পুলিশ ফাঁড়ির এস আই বিমল চন্দ্র পাইন বলেন,নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছেদুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে