ভারত ভ্রমণে নতুন নিয়ম, বেনাপোলে যাত্রী যাতায়াত নেমেছে ২০ শতাংশে

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৬ অক্টোবর ২০২৫, ১০:২৮ পিএম
ভারত ভ্রমণে নতুন নিয়ম, বেনাপোলে যাত্রী যাতায়াত নেমেছে ২০ শতাংশে

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের যাতায়াত কমে নেমে এসেছে ২০ শতাংশে। ভিসা জটিলতা ও নতুন নিয়মের কারণে যাত্রী কমছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি পাসপোর্টধারী যাত্রীদের ভারত ভ্রমণের আগে অনলাইনে আগমন ফরম পূরণ করা বাধ্যতামূলক করেছে ভারতীয় দূতাবাস। গত ১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হওয়ার পর থেকেই এটিকে ভোগান্তি ও হয়রানি বলে অভিযোগ করে আসছেন যাত্রীরা।

পাসপোর্ট যাত্রীরা জানান, ভ্রমণের ৭২ ঘণ্টা আগে ‘ইন্ডিয়ান ভিসা অনলাইন এরাইভেল’ ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফরমের প্রিন্ট কপি সঙ্গে নিতে হচ্ছে। কিন্তু সার্ভার সচল না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের।

আগে ভারতগামী যাত্রীদের ইমিগ্রেশনে গিয়ে হাতে লিখেই আগমন ফরম পূরণ করতে হতো বলেও জানান তারা।

গত বছরের ৫ আগস্ট-পরবর্তী প্রেক্ষাপটে রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে ট্যুরিস্ট, বিজনেস ও স্টুডেন্ট ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার। মেডিকেল ভিসা চালু থাকলেও নানা শর্ত যুক্ত হওয়ায় সেই ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। এছাড়া ভিসা ফি ও ভ্রমণ ফি বেড়ে দ্বিগুণ হয়েছে।

ভুক্তভোগী পাসপোর্টধারী সুনীতি পাল বলেন, স্ত্রীকে চিকিৎসার জন্য ভারতে নিতে গিয়ে নতুন ফরম পূরণে ১০০ টাকা খরচ করতে হয়েছে। সার্ভার সমস্যার কারণে এক ঘণ্টা অপেক্ষা করে ভোগান্তি পোহাতে হয়েছে।

আরেক এক যাত্রী উজ্জল কুমার অভিযোগ করে বলেন, ভিসা পেতে আমার প্রায় ১৮ হাজার টাকা খরচ হয়েছে। ভোগান্তির শেষ নেই। হয় ভিসা সহজ করুক, না হয় বন্ধ করে দিক। একের পর এক শর্তে ভ্রমণ ও ভিসা প্রাপ্তি দিন দিন কঠিন হয়ে পড়ছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ভিসা প্রাপ্তির হার কমে আসায় পাসপোর্টধারী যাত্রী চলাচলও স্বাভাবিকভাবে কমে এসেছে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিনদিনে তিন হাজার ৭৮১ জন পাসপোর্টযাত্রী যাতায়াত করেছেন।

তিনি জানান, একের পর এক শর্ত আরোপের ফলে ভারতগামী যাত্রীদের যাতায়াত কমে এখন ২০ শতাংশে নেমে এসেছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার যাত্রী যাতায়াত করলেও বর্তমানে তা নেমে এসেছে এক হাজারের নিচে।