দেড় মণ গাঁজা নিয়ে মা-ছেলেসহ আটক ৩

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৫ অক্টোবর ২০২৫, ০৮:২০ পিএম
দেড় মণ গাঁজা নিয়ে মা-ছেলেসহ আটক ৩
ছবি : সংগৃহীত

রাজশাহীর কাটাখালীতে অভিযান চালিয়ে মা ও ছেলেসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে কাটাখালীতে এই অভিযান চালানো হয়। রোববার (৫ অক্টোবর) সকালে র‍্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল এলাকার বাসিন্দা আশাদ খাঁ (২১), কাটাখালীর মিরকামারী পশ্চিম পাড়ার বাসিন্দা মেহেদী হাসান (২৪) ও মেহেদী হাসানের মা।

র‍্যাব জানায়, রাজশাহী নগরীর কাটাখালী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান চালায় এবং তিন মাদক কারবারিকে আটক করে। অভিযানে তাদের বাসার খাটের নীচে কার্টুনে অভিনব কায়দায় লুকানো ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে গাঁজা কিনে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে বিক্রি করে।