কালিয়াকৈরে প্রতিমা বিসর্জনকালে দুই নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০২ অক্টোবর ২০২৫, ১১:০০ পিএম
কালিয়াকৈরে প্রতিমা বিসর্জনকালে দুই নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২

গাজীপুরের কালিয়াকৈরে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই নৌকার মধ্যে সংঘর্ষে এক শিশু ও এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাপাইর ব্রিজ সংলগ্ন এলাকায় তুরাগ নদে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ শিশুর নাম অংকিত মনি দাস (৫)। সে উপজেলার হিজলতলী গ্রামের প্রবাশ মনিদাসের মেয়ে। একই গ্রামের তাপস মনিদাসের ছেলে তন্ময় মনি দাসও (১৩) নিখোঁজ হয়। দিগন্ত মনিদাস (১৪) নামের আরেক কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছেন। তবে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, একদল ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, দুপুরের পর থেকেই সনাতন ধর্মাম্বলী সম্প্রদায়ের পূর্জারীরা নৌপথে ইঞ্জিনচালিত নৌকা ও ট্রাকে করে দুর্গা প্রতিমা নিয়ে উপজেলার চাপাইর ব্রিজ সংলগ্ন তুরাগ নদী এসে হাজির হয়। পূজারীরা নৌকায় প্রতিমা নিয়ে আবার দেখতে আসা লোকজন ঢাক ডোল পিটিয়ে নাচ গান গাইতে গাইতে নদীতে চক্কর মারতে থাকে। এ সময় ব্রিজের নিচে চলন্ত দুই নৌকার ধাক্কা লাগে। এতে একটি নৌকা থেকে তিনজন নদীতে পড়ে যায়। এসময় স্থানীয়রা দিগন্ত মনি দাস নামের একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শিশু অংকিতা মনি দাস ও তন্ময় মনি দাস নদীর পানির স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার অভিযান শুরু করে।

নিখোঁজ অংকিতা মনি দাসের বড় চাচা নিখিল মনি দাস বলেন, নদীর পানিতে পড়ে যাওয়া ভাতিজা দিগন্তকে উদ্ধার করতে পারলেও এখন পর্যন্ত অংকিতা ও তন্ময় নামের দুইজন নিখোঁজ রয়েছে।

নিখোঁজ তন্ময়ের বাবা তাপস মনি দাস বলেন, আমরা নৌকায় ছিলাম। চোখের সামনেই আরেকটি নৌকার সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজন পড়ে যায়। দিগন্ত নামে একজনকে উদ্ধার করতে পারলেও আমার ছেলে তন্ময় এবং অংকিতাকে উদ্ধার করতে পারিনি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর ফতেখার হাসান রায়হান চৌধুরী বলেন, দুই শিশু নিখোঁজ খবর পেয়ে আমরা ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছে। টঙ্গী ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।