মহেশখালীতে দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০২ অক্টোবর ২০২৫, ০৭:২৪ পিএম
মহেশখালীতে দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক
ছবি : সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে দেশেই তৈরী বন্দুক ও গুলিসহ চিহ্নিত তিন সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, বুধবার বিকেল ৪টার দিকে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকায় অস্ত্র ও গুলির চালান ক্রয়-বিক্রয়ের জন্য একদল দুর্বৃত্ত অবস্থান করছে এমন খবরে অভিযান চালায় কোস্ট গার্ড। উপস্থিতি টের পেয়ে ৫-৬ জন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে দেশিয় তৈরী ২টি বন্দুক, রাইফেলের ৫ রাউন্ড গুলি ও শটগানের ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, আটকরা সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। অস্ত্র ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় নতুন মামলাও করা হয়েছে।