সিলেটে পুকুরে লুকানো দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার


সিলেটে একটি পুকুর থেকে প্রায় দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়েছে। পাথরগুলো প্রতিস্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর থেকে অভিযান চালিয়ে পাথরগুলো উদ্ধার করে সিলেট সদর উপজেলা প্রশাসন। এ সময় তাদের সহযোগীতা করে এপিবিএন সদস্যরা।
জানা যায়, সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকায় আগে থেকে জব্দ করা কিছু পাথর কোম্পানীগঞ্জের সাদাপাথরে প্রতিস্থাপনের জন্য প্রশাসন কাজ করছিল।
তখন এই দুই এলাকার পাঁচটি পরিত্যাক্ত পুকুর থেকে এক্সেভেটরের সাহায্যে পাথর উত্তোলন করা হয়।
উদ্ধারকৃত পাথর এখনও পরিমাপ করা সম্ভব হয়নি তবে সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ জানান, উদ্ধারকৃত পাথরের ওজন আনুমানিক দেড়লাখ টন হতে পারে।
তিনি বলেন, ধোপাগুল ও লালবাগ এলাকার মোট পাঁচটি পরিত্যাক্ত পুকুরে পাথরগুলো লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধারকৃত পাথরগুলো পরিমাপ করে সাদাপাথরে প্রতিস্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইৎ এ প্রসঙ্গে বলেন, আজ প্রায় দেড়লাখ টন পাথর উদ্ধার হলো। আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।