কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২২ আগস্ট ২০২৫, ০৩:০৪ পিএম

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। একটি কাভার্ড ভ্যান উল্টে প্রাইভেট কারের ওপর পড়লে এই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে কুমিল্লা বিশ্বরোডের পদুয়া বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিশ্বরোডের পদুয়া বাজার-সংলগ্ন নির্মাণাধীন ইউলুপের কাছে পৌঁছালে চট্টগ্রামগামী কাভার্ড ভ্যানটি উল্টে গিয়ে ঢাকাগামী প্রাইভেট কারের ওপর পড়ে। এতে প্রাইভেট কারের চার যাত্রী প্রাণ হারান।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, দুপুর ১২টা ৪৪ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ১২টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। চৌয়ারাবাজার ফায়ার স্টেশনের দুটি দল প্রায় এক ঘণ্টা ধরে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।