চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে দফায় দফায় গুলি


চট্টগ্রামের হাটহাজারীতে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে দফায় দফায় গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আমানবাজার এলাকার মেখল গ্রামে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে মোবাইলে ওই ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করছিল একদল সন্ত্রাসী। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। বুধবার সকালে মুখোশ পরা চার যুবক অস্ত্র হাতে ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ করে গুলি চালায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাদের সবার হাতে আগ্নেয়াস্ত্র ছিল। একপর্যায়ে দুইজন দফায় দফায় গুলি ছোড়েন। এ সময় গুলির শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং বাড়ির ভেতরের লোকজন দৌড়ে পালিয়ে যান।
হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “চাঁদা দাবির বিষয়টি জেনেছি। গুলি চালানোর ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’’