চালের বাজার নিয়ন্ত্রণে আছে : আলী ইমাম মজুমদার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২০ আগস্ট ২০২৫, ১১:৩৫ পিএম
চালের বাজার নিয়ন্ত্রণে আছে : আলী ইমাম মজুমদার
ছবি : সংগৃহীত

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চালের বাজার নিয়ন্ত্রণে রয়েছে। সরকার প্রতি কেজি চালে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। কৃষকের উৎপাদন খরচ বেড়ায় বাজারে চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখনো তা সহনীয় পর্যায়ে রয়েছে। 

বুধবার (২০ আগস্ট) দুপুরে দিনাজপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি রংপুর বিভাগের জেলা প্রশাসক, খাদ্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন।

আলী ইমাম মজুমদার বলেন, কৃষকের উৎপাদন খরচ বেড়েছে। সে কারণে বাজারে চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখনো তা সহনীয় পর্যায়ে রয়েছে। কৃষকের ন্যায্য লাভ নিশ্চিত করতেই দাম সামান্য সমন্বয় করা হয়েছে। ভবিষ্যতেও বাজার স্থিতিশীল রাখতে সরকার তিন দফা পদক্ষেপ নেবে বলে জানান তিনি।

তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশের ৫৫ লাখ পরিবার ছয় মাস ধরে মাসে ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে পাবেন। এর মধ্যে রংপুর বিভাগে প্রায় ১০ লাখ পরিবার এই সুবিধার আওতায় রয়েছে। প্রয়োজনে এ অঞ্চলে বরাদ্দ আরও বাড়ানো হবে।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, রংপুর অঞ্চলকে আমরা দেশের খাদ্যভান্ডার হিসেবে বিবেচনা করি। এই খাদ্যভান্ডারের পরিচয় বহাল রয়েছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন করীর এবং রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।