চাঁপাইয়ে পদ্মার পানি কমছে, তবুও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা


চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় পানি ১ সেন্টিমিটার নেমে গেছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত পাংখা পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে উজান থেকে আসা ঢলের পানিতে এখনো সদর উপজেলার আলাতুলী ও নারায়নপুর এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দুর্লভপুর ও মনাকষা ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত। অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে, রাস্তাঘাটও ডুবে আছে। ফলে এসব এলাকার মানুষ ভোগান্তিতে রয়েছেন। পানিতে নিমজ্জিত রয়েছে বিপুল পরিমাণ জমির আউস, আমন, ভুট্টা এবং নানা সবজি ফসল।
পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আহসান হাবিব জানান, আজ শুক্রবার সকাল ৯টায় পাঁকা পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আগামী দুই-তিন দিনের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।