পাইকগাছায় দুই হাজার মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৭ আগস্ট ২০২৫, ০৮:৪৬ পিএম
পাইকগাছায় দুই হাজার মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

খুলনার পাইকগাছা উপজেলার পল্লি অঞ্চল নগর শ্রীরামপুরে দুই সহস্রাধিক মানুষের চোখের চিকিৎসা ও ছানি অপারেশন সেবা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই ক্যাম্পে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়েছেন সাধারণ মানুষ।

‘জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার’-এর ব্যবস্থাপনায় এবং ‘সাইটসেভার্স’-এর অর্থায়নে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সেবা কার্যক্রম চলে। অংশ নেয় ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ১২ সদস্যের অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের মেডিকেল দল।

ক্যাম্পে চোখের সাধারণ রোগের পাশাপাশি ছানি রোগীদের বাছাই করে ভবিষ্যতে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা রাখা হয়েছে। নির্বাচিত রোগীদের অস্ত্রোপচারের পর দেওয়া হবে কালো চশমা ও এক মাসের ওষুধ।

এই বৃহৎ আয়োজনে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার আলদীন। অনুষ্ঠানে রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও চিকিৎসক ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।

চিকিৎসাসেবা নিতে আসা পাইকগাছা ও কয়রা উপজেলার বিভিন্ন প্রান্তের মানুষ চোখের পরীক্ষা, চিকিৎসা, চশমা ও ওষুধ গ্রহণ করেন। ছানি রোগী শনাক্তে রোগীদের বিনামূল্যে রক্তচাপ, চোখের প্রেসার, ডায়াবেটিসসহ প্রয়োজনীয় নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতে পাঁচ শতাধিক রোগীকে ছানি অপারেশনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

আনোয়ার আলদীন বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে এ আয়োজন। আমাদের চারপাশে বহু মানুষ দৃষ্টি সমস্যায় ভুগছেন, কিন্তু অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না। তাঁদের কথা ভেবেই এই ক্যাম্পের উদ্যোগ। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

চিকিৎসা নিতে আসা পাইকগাছার আনোয়ারা খাতুন বলেন, “চোখে সমস্যা ছিল, টাকা না থাকায় ডাক্তার দেখাতে পারিনি। আজ ফ্রি ক্যাম্পে এসে চিকিৎসা করাতে পারলাম। অপারেশনের সুযোগও পেলাম। আল্লাহ যেন আয়োজকদের ভালো রাখেন।”