কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপরে, খুলে দেয়া হলো ১৬টি জলকপাট

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৬ আগস্ট ২০২৫, ০৬:১৮ পিএম
কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপরে, খুলে দেয়া হলো ১৬টি জলকপাট
ছবি : সংগৃহীত

টানা ভারি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে হ্রদে পানির চাপ বেড়ে যাওয়ায়, বন্যা নিয়ন্ত্রণ ও বাঁধের সম্ভাব্য ঝুঁকি এড়াতে কাপ্তাই স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কাপ্তাই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি জানান, বর্তমানে প্রতিটি গেট দুই ফুট ছয় ইঞ্চি উচ্চতায় খোলা রাখা হয়েছে এবং প্রতি সেকেন্ডে প্রায় ৪০ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে।

প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ‘অব্যাহত বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করেছে। তাই দ্রুত পানি নিষ্কাশনের জন্য স্পিলওয়ের গেটগুলো ধাপে ধাপে খোলা হচ্ছে।’ তিনি ভাটি অঞ্চলের জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এবং বলেন, পরিস্থিতি পিডিবি’র নিয়ন্ত্রণে রয়েছে।

অন্যদিকে, কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বাড়ায় জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটই সচল রয়েছে। এতে করে কেন্দ্র থেকে প্রতিদিন ২২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে, যা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বন্যা ও জলাধার ব্যবস্থাপনায় এই পদক্ষেপের ফলে একদিকে যেমন নিরাপদভাবে পানি নিষ্কাশন নিশ্চিত করা সম্ভব হচ্ছে, তেমনি জাতীয় বিদ্যুৎ উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়ছে।