স্বেচ্ছাসেবক দলনেতার বিরুদ্ধে ক্লিনিকে ঢুকে চিকিৎসককে ছুরিকাঘাতের অভিযোগ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৩ জুলাই ২০২৫, ১০:৩৭ এএম
স্বেচ্ছাসেবক দলনেতার বিরুদ্ধে ক্লিনিকে ঢুকে চিকিৎসককে ছুরিকাঘাতের অভিযোগ

সুনামগঞ্জ শহরের আনিসা হেলথকেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিরিয়াল ভঙ্গ করাকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে সেচ্ছাসেবক দল নেতা রায়হান উদ্দিন ও তার সহযোগী ছাত্রদল নেতা মুবিন আহমেদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ৩টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও ক্লিনিক সূত্রে জানা গেছে, সিরিয়াল ভঙ্গ করে রোগী দেখা নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক দল নেতা রায়হান উদ্দিন ও তার সঙ্গে থাকা ছাত্রদল নেতা মুবিন আহমেদ কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম রাব্বানী সোহাগকে মারধর করেন। পরে তাকে ছুরিকাঘাত করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহত অবস্থায় চিকিৎসক ডা. গোলাম রাব্বানী সোহাগকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত রায়হান উদ্দিন বলেন, আজ আমি আমার সহধর্মিণীকে আনিসা হেলথকেয়ারে চিকিৎসার জন্য নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক কয়েকটি টেস্ট করানোর পরামর্শ দেন। আলট্রাসনোগ্রাফীর জন্য দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকি। সিরিয়াল আগে থাকলেও আমার পর যারা আসে, তারা টেস্ট করে চলে যায়। বিষয়টি আলট্রাসনোগ্রাফীর দায়িত্বরত একজনকে জিজ্ঞেস করলে সে আমাকে গালিগালাজ করে এবং আক্রমণাত্মক হয়ে কলম দিয়ে আঘাত করে। আমি আত্মরক্ষার্থে ধস্তাধস্তি করি। তার কলমের আঘাতে আমার শরীরের বিভিন্নস্থানে জখম হয়েছে।

আনিসা হেলথকেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের  অন্যতম মালিক শামসুল আলম জুয়েল বলেন, আমি শোরগোল শুনে আলট্রাসনোগ্রাম কক্ষের দিকে গিয়ে দেখি রায়হান ও তার সঙ্গে থাকা এক যুবক ডাক্তারকে উপর্যুপরি ছুরিকাঘাত করছেন। অনেক কষ্টে তাকে তাদের হাত থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তারা শুধু ডাক্তারকেই ছুরিকাঘাত করেনি, আলট্রাসনোগ্রাম কক্ষের দুটি কম্পিউটারও ভেঙে ফেলেছে।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন বলেন, যেটুকু শুনেছি, সেটা খুবই দুঃখজনক ঘটনা। তিনি ঘটনাটি ব্যক্তিগত কারণে করেছেন। আমরা তাৎক্ষণিক বিষয়টি কেন্দ্রকে জানিয়েছি। জেলা বিএনপির অভিভাবকদেরও জানিয়েছি। সাংগঠনিক ব্যবস্থা নিয়ে কেন্দ্রকে অবহিত করা হবে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, আলট্রাসনোগ্রাফীর সিরিয়াল ভঙ্গ করায় হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলার শিকার চিকিৎসকের সঙ্গে কথা বলেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।