৮ ঘণ্টা অবরোধের পর বরিশাল-ঢাকা মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২২ জুলাই ২০২৫, ১১:৫৫ পিএম
৮ ঘণ্টা অবরোধের পর বরিশাল-ঢাকা মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
ছবি : সংগৃহীত

বরিশালে শিক্ষার্থীদের টানা প্রায় ৮ ঘণ্টার অবরোধ শেষে মঙ্গলবার (২২ জুলাই) রাত ৮টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে মহাসড়কে অবস্থান নেন কয়েকশ শিক্ষার্থী। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তারা ছয় দফা দাবিতে এ কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম মারুফ বলেন, ‘নিহত ও আহতদের বিষয়ে তথ্য গোপন, পরীক্ষা হঠাৎ পেছানোসহ বেশ কিছু অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমরা চাই, দোষীদের শাস্তি হোক এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ হোক। সরকার যদি দাবি মানে, আমরা আন্দোলন প্রত্যাহার করবো। না হলে আবারও রাস্তায় নামবো।’

আরেক শিক্ষার্থী হাসান ইসলাম বলেন, ‘সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভেবে আমরা সড়ক ছেড়ে দিয়েছি। তবে আমাদের দাবি বাস্তবায়ন না হলে আমরা আবার আন্দোলনে ফিরবো।’

এর আগে আন্দোলনকারীরা দুর্ঘটনায় নিহতদের স্মরণে গায়েবানা জানাজা এবং মোনাজাত করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার জানান, রাত ৮টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেয়। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।