গোপালগঞ্জে পুলিশ, সেনাবাহিনী, বিজিবির সঙ্গে যোগ দিয়েছে কোস্টগার্ড


গোপালগঞ্জ জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সঙ্গে যুক্ত হয়েছে কোস্টগার্ড। বুধবার (১৬ জুলাই) রাতে কোস্টগার্ড সদর দপ্তরের লে. কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড সবসময়ই দেশের স্বার্থে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। চলমান পরিস্থিতিতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে এ বাহিনী। সাধারণ জনগণের সহায়তা ও আস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলস কাজ করে যাচ্ছে কোস্টগার্ড।
বুধবার বিকেলে গোপালগঞ্জ সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা এ হামলা চালায় বলে জানা গেছে। এসময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়।
বুধবার বিকেল ৪টা থেকে বিজিবির চার প্লাটুন সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গোপালগঞ্জে যোগ দেয়।
এর আগে পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল।