সিলেটের জকিগঞ্জে বাড়ির সীমানা ও বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে সিরাজুল ইসলাম সিরাই (৭০) নামের এক বৃদ্ধকে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হওয়া মামলায় খুনের অভিযোগে নিহতের ছোট ভাই বাবুল আহমদ (৬৭) ও তার ছেলে হাকিম আহমদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর কসকনকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ির উঠানে জমে থাকা বৃষ্টির পানি নিয়ে সিরাজুল ইসলামের স্ত্রী বেদেনা বেগম ও দেবর বাবুল আহমদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ নিয়ে একপর্যায়ে হাতাহাতি শুরু হলে বড় ভাই সিরাজুল ইসলাম এগিয়ে এলে ছোট ভাই বাবুল আহমদ ও তার ছেলে হাকিম তাকে কিলঘুষি মারতে শুরু করেন। মার খেয়ে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এর পরপরই স্থানীয় পল্লী চিকিৎসক ময়না চন্দ্রকে তাদের বাড়িতে ডেকে আনা হলে তিনি সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, সিরাজুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম নাজিম বাদী হয়ে বাবুল ও হাকিমসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।