জুয়ার আসরে বিজিবি সদস্য, ‘পুলিশের তাড়া খেয়ে’ নিহত

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৪ মে ২০২৫, ০৪:২৪ পিএম
জুয়ার আসরে বিজিবি সদস্য, ‘পুলিশের তাড়া খেয়ে’ নিহত

গোপালগঞ্জে হাফিজুর রহমান রিপন (৪৫) নামে সাবেক এক বিজিবি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। হাফিজুর রহমান রিপনের বাড়ি কলপুর গ্রামে।

বুধবার (১৪ মে) দুপুরে সদর উপজেলার কলপুর গ্রামের বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

হাফিজুর রহমান রিপনের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের স্ত্রী ফেরদৌসী বেগম জানান, মঙ্গলবার দুপুরের খাওয়া শেষে বাড়ি থেকে বের হন হাফিজুর। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ (বুধবার) সকালে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পরিবার ও বৌলতলী পুলিশ তদন্তকেন্দ্রে খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে কলপুর এলাকায় একটি জুয়ার আসরে পুলিশ হানা দেয়। ওই আসরে সাবেক বিজিবি সদস্য হাফিজুর রহমান রিপনও ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বিভিন্ন দিক ছুটে পালান। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।’

তিনি বলেন, ‘পরে আজ এলাকাবাসী বিলে তার লাশ দেখে খবর দিল পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পুলিশের তাড়া খেয়ে স্ট্রোক করে মারা গেছেন তিনি।’

অতিরিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) আবু সা‌লেহ মো. আনসার উদ্দিন বলেন, ‘নিহত সাবেক বিজিবি সদস্যের মোবাইল ফোন পুলিশি হেফাজতে রয়েছে। জুয়া খেলা হচ্ছে—এমন খবর পেয়ে হয়ত অভিযান চালানো হয়। সে সময় পালাতে গিয়ে হয়ত তার মোবাইল ফোন পড়ে গিয়েছিল, যা পরে পুলিশ পেয়ে তা জব্দ করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

লাশের ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।