ছেলেকে খুঁজতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ২

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০২ মে ২০২৫, ০১:৫৭ পিএম
ছেলেকে খুঁজতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ২

চাঁদপুরের কচুয়ায় ছেলেকে খুঁজতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ (২৬)। এ ঘটনায় মামলায় হলে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় উপজেলার উত্তর গোহাট ইউনিয়নের হারিচাইল গ্রামে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার আসামিরা হলেন—হারিচাইল গ্রামের মুন্সীবাড়ির মো. সুমন (৩১) ও একই বাড়ির মো. মোহসীন (২৮)। তারা বাসের চালক ও হেলপার। ভুক্তভোগী গৃহবধূ ও আসামিরা প্রতিবেশী।

আসামিদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগী গৃহবধূ তার নিখোঁজ মাদরাসা-পড়ুয়া ছেলেকে (১০) খুঁজতে বের হন। এ সময় সুমন ও মোহসীন হারিচাইল গ্রামের মুন্সীবাড়িতে আরিফ নামের এক ব্যক্তির ঘরে লুকিয়ে ছিলেন। ছেলেকে খুঁজতে ভুক্তভোগী সেখানে গেলে তাকে জোরপূর্বক ঘরে টেনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন আসামিরা।

ওসি জানান, এ ঘটনার পর ভুক্তভোগী নিজেই গতকাল রাতে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(৩) ধারায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতেই সুমন ও মোহসীনকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও জানান, আসামিরা আদালতে তাদের অপরাধের  স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ভুক্তভোগীকে জেলা সদর হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।