রাজধানীর তেজগাঁওয়ে ছুরিকাঘাতে নিহত মো. রফিক ওরফে বোবা রফিক হত্যাকাণ্ডের হোতা মো. সাদ্দামকে (২২) গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ।
রবিবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) তালেবুর রহমানের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে ছিলেন রফিক। সে সময় পূর্বশত্রুতার জেরে তাকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শুক্রবার তেজগাঁও থানায় রফিকের দাদি বাদী হয়ে মামলা করেন।
ডিসি তালেবুর রহমান বলেন, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বোবা রফিকের হত্যাকারী সাদ্দামকে শনাক্ত করা হয়। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কারওয়ান বাজারের কামারপট্টি এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি গামছা দিয়ে পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সাদ্দামের বিরুদ্ধে তেজগাঁও ও হাতিরঝিল থানায় ছিনতাই, ডাকাতি ও মাদক-সংক্রান্ত সাতটি মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ছিনতাই করা টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন সাদ্দাম।
এর আগে, শুক্রবার সকালে তেজগাঁও থেকে এই মামলার আরেক আসামি মো. আসিফ ওরফে ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে তাকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিসি তালেবুর।