ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে পড়ল খালে, ছয় মাসের শিশু নিখোঁজ


চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মায়ের কোলে থাকা ছয় মাস বয়সী শিশুসহ তিনজনকে নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা খালে পড়ে যায়। শিশুটির মা ও সঙ্গে থাকা আরেক নারী খাল থেকে উঠে এলেও শিশুটির খোঁজ মিলছে না।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কাপাসগোলায় নবাব হোটেলের পাশের খালে ব্যাটারিচালিত একটি অটোরিকশা উল্টে যায়।
শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে আছেন।
নুরুল আমিন মুন্না নামে স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী জানান, ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় হঠাৎ গাড়িটি উল্টে যায়। এ সময় মাসহ শিশুটি পাশের নালায় পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন মাকে উদ্ধার করলেও শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়। বৃষ্টির কারণে তখন নালায় স্রোত ছিল।
স্থানীয় লোকজন জানান, শিশুটির নাম সেহলিজ। তার মায়ের নাম সালমা বেগম। তারা চকবাজারে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
জানা গেছে, খালটি “হিজড়া খাল” নামে পরিচিত। খালের বিভিন্ন অংশে আবর্জনার স্তূপ জমে আছে। অটোরিকশাচালক অটোরিকশাটি ঘোরাতে গিয়ে খালে ফেলে দেন। ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেছেন।
রাত ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলায় খালের পাশে থাকা একটি নিরাপত্তাবেষ্টনী খুলে রাখা হয়েছিল। আগামীকাল শনিবারের মধ্যেই ওই স্থানে নিরাপত্তাবেষ্টনী বসানো হবে। আর শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।”