সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবু বাস চালিয়ে গেলেন চালক


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমষপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে উড়ে গেছে বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের ছাদ। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এদিকে না থামিয়ে ছাদবিহীন বাসটি চালিয়ে নিয়ে যান চালক। পরে জনরোষে বাস থামাতে বাধ্য হন চালক।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে শ্রীনগরের সমষপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বাসে থাকা এক যাত্রী জানান, বরিশাল এক্সপ্রেস বাসটি বরিশালের উদ্দেশে সায়েদাবাদ থেকে সাড়ে ৮টার দিকে ছেড়ে আসলে ঘণ্টাখানেকের পর ঢাকা মাওয়া সড়কে উঠলে প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সামনে থাকা আরও একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসের ছাদ উড়ে যায়। এর ফলে কয়েকজন আহত হন। তবুও চালক বাস না থামিয়ে এই অবস্থায় বাস চালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতার বাস থামাতে বাধ্য হয় চালক। বাস থামিয়ে চালক পালিয়ে যায়। আমরা গাড়িতে ৬০ জন যাত্রী ছিলাম আল্লাহর রহমতে বেঁচে গেছি।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, ‘এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গা থেকে আহত ৮ জনকে উদ্ধার করেছি। এর মধ্যে একজনের মাথা ফেটেছে। একজন চলন্ত বাস থেকে লাফিয়ে কোথায় পড়েছেন তার এখনও হদিস পাওয়া যায়নি।’
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘গুরুতর আহত একজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাস চালককে আটকে অভিযান চলছে।’