মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রাজশাহীতে বাবাকে হত্যার অভিযোগ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৭ এপ্রিল ২০২৫, ১০:৩৩ পিএম
মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রাজশাহীতে বাবাকে হত্যার অভিযোগ

রাজশাহী মহানগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক বাবাকে হত্যা করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে মহানগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় রাস্তা অবরোধ করে এই বিক্ষোভ করেন ২৫ নম্বর ওয়ার্ডেরে সর্বস্তরের জনগণ।

বিক্ষোভ চলা সময়ে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে বাস, রিকশা, অটোরিকশাসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ বিকল্প রাস্তা দিয়ে যানবাহন যাওয়ার ব্যবস্থা করে দেয়।

এদিকে বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এই হত্যার ঘটনা ঘটে।

নিহতের নাম আকরাম হোসেন (৪৫)। তিনি পেশায় বাসচালক এবং রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।তালাইমারি এলাকার আজাদ হোসেনের ছেলে আকরাম।

নিহতের পরিবারের সদস্যরা জানান, নিহত আকরামের মেয়ে এবারের এসএসসি পরীক্ষার্থী রাকিয়া আলফিকে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন যুবক উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি নিয়ে কয়েকবার প্রতিবাদ করেন আকরাম হোসেন। একপর্যায়ে উত্ত্যক্তকারীরা আকরামের বাড়িতে গিয়ে তাকে হুমকি দেয়।

বুধবার রাতে সেই বখাটের দল আকরামের ওপর অতর্কিতে হামলা চালায় এবং ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের পরিবারের অভিযোগ, তালাইমারী শহীদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে মো. নান্টু (২৮), মৃত রতন মিয়ার ছেলে মো. বিশাল (২৮), মৃত আবদুস সাত্তারের ছেলে খোকন মিয়া (২৮), মো. শাহীনের ছেলে তাসিন হোসেন (২৫), মো. অমি (২০), মো. নাহিদ (২৫) ও মো. শিশির (২০) এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত।
আরও পড়ুন: অটোরিকশায় তরুণীকে উত্ত্যক্ত করা ভাইরাল বৃদ্ধ গ্রেপ্তার

আকরামে স্ত্রী ও তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী রাকিয়া আলফি দাবি জানান, তারা দীর্ঘদিন হতে আমাকে উক্ত্যক্ত করে আসছিল। সর্বশেষ তারা আমাকে অশ্লীলভাবে গালি দেয়। আমি বিষয়টি বাড়িতে এসে বাবা মাকে বলি। বাবা তাদের পরিবারকে সেটা বলতে গিয়েছিল। এতেই তারা ক্ষিপ্ত হয়ে আমার বাবাকে রাস্তায় ঘিরে ফেলে মারধর ও ইট দিয়ে আঘাত করে। এতে আমার বাবা মারা যায়। আমাদের একটাই দাবি তাদের ফাঁসি হোক। আমার আর কোনো দাবি দিতে চাই না।

এলাকাবাসী জানান, আকরাম খুবই ভালো লোক ছিল। তার মতো ভালো মানুষ নেই। আর যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা খুবই বাজে এবং নেশাগ্রস্ত। এলাকায় বখাটে হিসেবে চিহ্নিত। তারা এলাকায় ভয়ংকররুপ ধারণ করেছে। তারা যেনো ছাড় না পায়। আমাদের একটাই দাবি তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হোক। নইলে তারা নিরাপদ আশ্রয়ে চলে যাবে।

ঘটনার বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হাসান বলেন, ‘তালাইমারিতে বখাটেদের হামলায় গুরুতর আহত হন আকরাম হোসেন। রামেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।’