যত বড় নেতা, তত বেশি দুর্নীতিগ্রস্ত: মিজানুর রহমান
বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আমাদের দেশে যে যত বড় নেতা, সে তত বেশি দুর্নীতিগ্রস্ত। তত বেশি টাকা পাচারের রেকর্ডও তার নামে রয়েছে। আমাদের নেতাদের আমানতদারিতা খুবই কম।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে ‘মিনার’ কর্তৃক আয়োজিত সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান আজহারী বলেন, নতুন বাংলাদেশে একটা চমৎকার সময় এসেছে। আমাদের অনেক কিছু পরিবর্তন করতে হবে। আগামী ৫৪ বছর পরও এমন সুযোগ আমরা পাব না। এজন্য আমাদের উচিত রাসুল (সা.) এর জীবনী থেকে শিক্ষা নেওয়া। আমাদের নেতাদের আমানতদার হতে হবে, নেতাকে আস্থার জায়গা তৈরি করে নিতে হবে। যেমন- রাসুল (সা.) ধীরে ধীরে তা তৈরি করে নিয়েছিলেন।
সিরাত মাহফিলে আজহারী রাসূল (সা.) নেতৃত্বের বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ১২টি গুণ বর্ণনা করেন। সেগুলো হলো– আল্লাহভীতি-তাকওয়া, ন্যায়পরায়ণতা, দূরদৃষ্টি, সহনশীলতা, পরামর্শ গ্রহণের মনোভাব, দয়া-মানবিকতা, সাহস-দৃঢ়তা, সহযোগিতার চেতনা, বিনয়, যোগাযোগ দক্ষতা, নৈতিক দৃঢ়তা ও আত্মত্যাগ।
চবি শাখা ছাত্রশিবিরের দাওয়া সংগঠন 'মিনার' কর্তৃক সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি আরবী বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি এবং শিক্ষকেরা এতে বক্তব্য দেন।
এ ছাড়া অনুষ্ঠানে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, মিনারের চেয়ারম্যান ও চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী ও মিনারে সহসভাপতি ও চবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ উপস্থিত ছিলেন।
সীরাত পাঠ প্রতিযোগতায় প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় ল্যাপটপ, ২য় পুরস্কার দেওয়া হয় ট্যাব এবং ৩য় পুরস্কার দেওয়া হয় স্মার্টফোন। ৪র্থ থেকে ২০তম স্থান অধিকারীদের সম্মানজনক অর্থ এবং ২১ থেকে ১০০তম পর্যন্ত স্থান অর্জনকারীদের ইসলামী বই পুরস্কৃত করা হয়।
এআর
