বঙ্গমাতা হলে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে যা জানালেন প্রভোস্ট

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম
বঙ্গমাতা হলে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে যা জানালেন প্রভোস্ট
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে ভোট গ্রহণে অমোচনীয় কালি ব্যবহারের জন্য ভোট গ্রহণ কিছু সময়ের জন্য বন্ধ ছিল বলে জানিয়েছেন প্রভোস্ট।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট বলেন, অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ পাওয়ায় ভোট বন্ধ রাখা হয়েছিল। জাল ভোট হওয়ার তথ্য বিভ্রান্তিকর। এমন কিছু ১৫ নম্বর হলে হয়নি। 

অনেক বিষয়ে তিনি যথা সময়ে জানতে পারেননি উল্লেখ করে তিনি আরও বলেন, মেয়েদের হলের নিয়ম হচ্ছে, প্রভোস্টকে সব জানাতে হয়। তবে এখান যা যা ঘটেছে আমি কিছু জানতাম না। কোনো প্রার্থীকে আমি কেন্দ্রে ঢুকতেও দেখিনি। তবে সার্বিক বিষয়ে সিসি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ভোট বর্জন করেছে ছাত্রদল প্যানেল। এরআগে, ছাত্রদল প্যানেল থেকে নির্বাচন কমিশন বরাবর ৯টি অসঙ্গতির কথা তুলে ধরা হয়। এতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে জাল ভোট দেয়া, ভিপি প্রার্থীকে হেনস্থা ও অমোচনীয় কালি ব্যবহার করার কথা তুলে ধরা হয়।