দুই বিশ্ববিদ্যালয় শিক্ষককে হত্যার হুমকি, ইউটিএলের উদ্বেগ


সম্প্রতি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) সহযোগী অধ্যাপক মোহাম্মদ সরোয়ার হোসেন এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক আসিফ মাহতাব উৎসকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) এক যৌথ বিবৃতিতে ইউটিএলের আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এবং সদস্যসচিব অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, দেশের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া কেবল ব্যক্তিগত আক্রমণ নয়; বরং শিক্ষা, সমাজ, ধর্মীয় মূল্যবোধ ও সাংবিধানিক অধিকারের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। এ ধরনের অপরাধ প্রতিরোধ ও দমন করা রাষ্ট্র, সমাজ এবং প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব।
এ ঘটনায় জড়িত সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে শুধু বহিষ্কার নয়, দ্রুততম সময়ে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় ইউটিএল।
বিবৃতিতে আরও বলা হয়, অধ্যাপক সরোয়ার হোসেন একজন খ্যাতিমান গবেষক, লেখক ও সমাজসেবক। তিনি বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের (বিআরএফ) অন্যতম প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া, ডেঙ্গু ও শিশুদের স্থূলতা নিয়ে গবেষণা ও সচেতনতা কার্যক্রম চালিয়ে আসছেন। অন্যদিকে, আসিফ মাহতাব উৎস একজন তরুণ শিক্ষক, গবেষক ও জনপ্রিয় বক্তা। নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি।
একটি মহল তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে দাবি করে ইউটিএল নেতারা বলেন, এ ঘটনার পর দেশের ১৬২ জন ব্যক্তি প্রকাশ্যে হত্যার হুমকির মতো গুরুতর অপরাধকে আড়াল করার চেষ্টা চালিয়েছেন, যা নিন্দনীয়। অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। বিচারহীনতার সংস্কৃতি যাতে পুনরায় প্রতিষ্ঠিত না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা।
যৌথ বিবৃতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানকে নিরাপদ করারও দাবি জানানো হয়।