ইন্টারনেটের গতিতে এগিয়েছে বাংলাদেশ

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৮ পিএম
ইন্টারনেটের গতিতে এগিয়েছে বাংলাদেশ

ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির বৈশ্বিক সূচকে এগিয়েছে বাংলাদেশ। জুলাই মাসে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। যা আগস্টে দুই ধাপ এগিয়ে হয়েছে ৯৯তম। পাশাপাশি মোবাইল ইন্টারনেটের গতিও কিছুটা বেড়েছে। যদিও র‌্যাংকিংয়ে পরিবর্তন আসেনি।

জুলাই মাসের মতোই মোবাইল ইন্টারনেটের গতিতে আগস্টে ৮৯তম অবস্থানে আছে বাংলাদেশ।

বিশ্বের বিভিন্ন দেশের মোবাইল ও ব্রডব্যান্ড নেটওয়ার্ক ইন্টেলিজেন্স, টেস্টিং অ্যাপ্লিকেশনস এবং প্রযুক্তি নিয়ে বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ওকলার তথ্যানুযায়ী- জুলাইয়ে দেশে সক্রিয় চারটি মোবাইল অপারেটর কোম্পানির ইন্টারনেটে গড় ডাউনলোড স্পিড ছিল ২৭ দশমিক শূন্য ৮ এমবিপিএস। আর আগস্টে গতি কিছুটা বেড়ে হয়েছে ২৭ দশমিক ৭৬ এমবিপিএস।

একই সময়ে আপলোড স্পিড ছিল ১১ দশমিক ২২ এমবিপিএস। আর মেডিয়ান ল্যাটেনসি ছিল ২৫ মিলিসেকেন্ড।

ওকলার তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি বছরের এপ্রিল থেকে গতির সূচকে এগোতে শুরু করে মোবাইল ইন্টারনেট। মার্চে ১১২তম অবস্থানে থাকার পর এপ্রিলে কিছুটা এগিয়ে ১১০তম অবস্থানে উঠে আসে বাংলাদেশ।

এদিকে, আগস্ট মাসে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটে ডাউনলোডের গতি ছিল ৪৮ দশমিক ১৪ এমবিপিএস। আর আপলোড গতি ছিল ৪৭ দশমিক ৩১ এমবিপিএস। ব্রডব্যান্ড ইন্টারনেটে মেডিয়ান ল্যাটেনসি ছিল ৫ মিলিসেকেন্ড।