বাইকের ব্যাটারির যত্ন ও চার্জ ধরে রাখবেন যেভাবে

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৬ জুলাই ২০২৫, ১০:৫৮ এএম
বাইকের ব্যাটারির যত্ন ও চার্জ ধরে রাখবেন যেভাবে
ছবি : সংগৃহীত

দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বৈদ্যুতিক বাইক-স্কুটার। নিয়মিত নামিদামি ব্র্যান্ডের বৈদ্যুতিক বাইক-স্কুটার আসছে বাজারে। বাইকের সঠিক পারফরম্যান্সের জন্য ব্যাটারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু স্টার্ট দেওয়ার কাজেই নয়, হেডলাইট, ক্ল্যক্সন, ইন্ডিকেটরসহ পুরো ইলেকট্রিক্যাল সিস্টেমের প্রাণ।

ব্যাটারির যত্ন না নিলে হঠাৎ বাইক বন্ধ হয়ে যাওয়া, স্টার্ট না নেওয়া, কিংবা আলো-সাউন্ডে সমস্যা দেখা দিতে পারেএই লেখায় আমরা জানবো কীভাবে বাইকের ব্যাটারির যত্ন নিলে তা দীর্ঘস্থায়ী হবে এবং চার্জ দীর্ঘ সময় ধরে রাখবেআসুন জেনে নেওয়া যাক বাইকের ব্যাটারির যত্নচার্জ ধরে রাখতে কী করবেন-

বর্তমানে মূলত দুই ধরনের ব্যাটারি ব্যবহৃত হয় বাইকে- ১. লিড-অ্যাসিড ব্যাটারি, ২. মেইনটেন্যান্স-ফ্রি ব্যাটারি। মেইনটেন্যান্স-ফ্রি ব্যাটারির যত্ন অপেক্ষাকৃত সহজ, তবে উভয় ধরনের ক্ষেত্রেই কিছু নিয়ম মেনে চলা জরুরি।

ব্যাটারির যত্ন নেওয়ার উপায়

১. নিয়মিত পরিষ্কার রাখা

ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ টার্মিনালগুলোতে ধুলাবালি বা মরিচা জমলে চার্জ প্রবাহ ব্যাহত হয়। প্রতি মাসে একবার নরম ব্রাশ ও বেকিং সোডা দিয়ে পরিষ্কার করুন। টার্মিনালে ভ্যাসলিন বা গ্রিজ লাগিয়ে রাখলে মরিচা পড়া রোধ হয়।

২. সঠিকভাবে কানেকশন চেক করা

ব্যাটারির কেবলগুলো যেন শক্তভাবে সংযুক্ত থাকে তা নিশ্চিত করুন। ঢিলা কানেকশন ব্যাটারির চার্জ নষ্ট করতে পারে এবং স্পার্কের ঝুঁকিও তৈরি করে।

৩. ইঞ্জিন বন্ধ রেখে ইলেকট্রিক ডিভাইস না চালানো

বাইক বন্ধ থাকা অবস্থায় হেডলাইট, ক্ল্যাক্সন বা ইউএসবি চার্জার ব্যবহার করলে ব্যাটারি দ্রুত চার্জ হারায়।

৪. নিয়মিত বাইক চালানো

যারা দীর্ঘদিন বাইক না চালান, তাদের ব্যাটারিতে চার্জ ড্রেন হতে পারে। সপ্তাহে অন্তত ২-৩ দিন ১০-১৫ মিনিট করে বাইক চালালে ব্যাটারির চার্জ ঠিক থাকে।

৫. ওভারলোড এড়ানো

বাইকে অতিরিক্ত লাইট, সাউন্ড সিস্টেম, বা অপ্রয়োজনীয় ইলেকট্রনিক্স যুক্ত করলে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে। এতে ব্যাটারি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়।

৬. ব্যাটারি নিয়মিত চার্জ করা

যদি আপনি বাইক দীর্ঘ সময় ব্যবহার না করেন, তবে প্রতি ১৫-২০ দিনে ব্যাটারিটি চার্জ দিয়ে রাখা উচিত। চার্জ দেওয়ার সময় ১২ভি বাইক ব্যাটারির জন্য উপযুক্ত চার্জার ব্যবহার করুন।

৭. ভোল্টেজ পরীক্ষা করা

একটি ভালো ব্যাটারির ভোল্টেজ ১২.৫ভি-১২.৮ভি এর মধ্যে থাকে। ভোল্টেজ কমে গেলে ব্যাটারি নষ্ট হওয়ার পথে থাকে। মাল্টিমিটার দিয়ে আপনি নিজেই এটি পরীক্ষা করতে পারেন।

৮. ব্যাটারি নিয়মিত সার্ভিসিং করা

যে কোনো সমস্যায় অভিজ্ঞ মেকানিক দিয়ে ব্যাটারি সার্ভিস করান। ১৮-২৪ মাসের পর ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত।

চার্জ ধরে রাখার কিছু বিশেষ টিপস

>> সোলার চার্জার ব্যবহার করতে পারেন দীর্ঘ সময় না চালালে।

>> অটো কাট-অফ চার্জার ব্যবহার করলে ব্যাটারি ওভারচার্জিং থেকে রক্ষা পায়।

>> ট্রিকেল চার্জার দিয়ে ধীরে ধীরে চার্জ দেওয়া দীর্ঘমেয়াদে ভালো ফল দেয়।