হোয়াটসঅ্যাপ গ্রুপের দীর্ঘ আলোচনা সংক্ষেপে জানাবে এআই

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১২ মে ২০২৫, ১১:১২ এএম
হোয়াটসঅ্যাপ গ্রুপের দীর্ঘ আলোচনা সংক্ষেপে জানাবে এআই
ছবি : সংগৃহীত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ বিভিন্ন ফিচার যুক্ত করে নিয়মিত। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করে।

এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে কি নিয়ে আলোচনা চলছে তা জানা যাবে এক ক্লিকে। প্রত্যেকেরই হোয়াটসঅ্যাপে রয়েছে একাধিক গ্রুপ। কোনোটা অফিসের, কোনোটা আবার বন্ধুদের। অনেক সময় এমন হয় যে গ্রুপে কিছুক্ষণ পর ঢুকে আর বোঝাই যায় না কি নিয়ে কথা হচ্ছে। তখন হয় কাউকে জিজ্ঞাসা করতে হয় আলাদা করে না হয় আগের চ্যাট পড়তে হয়।

তবে এখন আর এই ঝামেলা নেই। এবার গ্রুপ চ্যাটের মূল বার্তা সংক্ষেপে বুঝিয়ে দেবে হোয়াটসঅ্যাপ নিজেই। দারুণ এক ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এবার গ্রুপে কী নিয়ে আলোচনা হয়েছে তা এক ক্লিকেই জানিয়ে দেবে এআই। তবে এতে কোনো প্রাইভেসি লঙ্ঘন হবে না বলেই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এই ফিচারে ব্যবহারকারীরা খুশি হবেন বলেই মনে করছে সংস্থা।

এছাড়া কিছুদিন আগেই অ্য়াডভান্সড চ্যাট প্রাইভেসি’ ফিচার নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। এটি অন করলেই গ্রুপ বা ব্যক্তিগত চ্যাট আর এক্সপোর্ট করতে পারবেন না কেউ। তবে এতে স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। স্বাভাবিক নিয়মেই স্ক্রিনশট নেওয়া যাবে। তবে ‘অ্য়াডভান্সড চ্যাট প্রাইভেসি’ ফিচারের সুবিধা পেতে দুই ব্যবহারকারীরই হোয়াটসঅ্যাপে লেটেস্ট ভার্সন থাকতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া