জাভি হবেন মেসিদের কোচ?

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২০ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ পিএম
জাভি হবেন মেসিদের কোচ?
ছবি : সংগৃহীত

২০২৩ সালের জুনে ইন্টার মায়ামির দায়িত্ব নেওয়ার পর নতুন গড়ে তোলা দলের সঙ্গে ভালোই সময় কাটিয়েছিলেন জেরার্দো টাটা মার্টিনো। যদিও শেষটা ভাল হয়নি তার। মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয় মায়ামি। যদিও সেটি উল্লেখ করেননি, মার্টিনো পদত্যাগ করেছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। এরপর গুঞ্জন উঠেছে বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ মায়ামির দায়িত্ব নিতে পারেন!

চলতি বছরে মে মাসে স্প্যানিশ এই কিংবদন্তি মিডফিল্ডারকে বরখাস্ত করেছিল বার্সেলোনা। এরপর আর তিনি নতুন কোনো ক্লাব কিংবা দায়িত্বে যুক্ত হননি। অবশ্য বার্সায় যোগ দেওয়ার আগে কাতারি ক্লাব আল-সাদে কোচিং করিয়ে সুনাম অর্জন করেন জাভি। এরপর অর্থসংকট ও ভাঙা-গড়ায় থাকা বার্সাকে নিয়েও জিতেছেন লিগ টাইটেল। তবে কাতালান ক্লাবটি কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না বলে জাভিকে ছাটাইয়ের পথে হাঁটে। এরই মাঝে তিনি নতুন করে মায়ামির দায়িত্ব নেবেন বলে খবর বেরিয়েছে।

তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা সেই দাবি প্রত্যাখ্যান করেছে। তার বলছে— মেসিদের সঙ্গে যুক্তরাষ্ট্রে জাভির পুনর্মিলন হওয়ার সম্ভাবনা কম। দুই পক্ষের মাঝে এ নিয়ে এখনও কোনো যোগাযোগ হয়নি। এমনকি জাভির এই নিয়োগ অসম্ভব। মূলত জাভি ইউরোপিয় কোনো ক্লাবের দায়িত্ব নিতেই বেশি মনোযোগী।

৪৪ বছর বয়সী এই কোচ এক সময় মেসি, সার্জিও বুসকেটরস, লুইস সুয়ারেজ ও জর্দি আলবাদের সঙ্গে একত্রে বার্সেলোনায় খেলেছেন। এবার ভিন্ন ভূমিকায় সাবেক সতীর্থদের সঙ্গে জাভির মেলবন্ধন হতে পারে বলে ভাবছিলেন অনেকে। তবে সেই সম্ভাবনা হয়তো অঙ্কুরেই বিনষ্ট হতে চলেছে। মূলত ইন্টার মায়ামির চ্যাম্পিয়ন্স লিগে না খেলা এবং ইউরোপিয় ঘরানা থেকে দূরত্বের বিষয়ও জাভির ক্লাবটিতে না যাওয়ায় ভূমিকা থাকতে পারে বলে মনে করছে মার্কা।

মায়ামি কোচের দায়িত্ব ছাড়া মার্টিনোও এক সময় বার্সায় ছিলেন। ২০১৩-১৪ সালে এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০১৪-১৬ সালে মেসির গুরু ছিলেন তিনি। টাটা মার্টিনো সর্বশেষ ২০১৯-২০২২ সাল পর্যন্ত মেক্সিকোর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইন্টার মায়ামির আগে আটলান্টা ইউনাইটেডে দুই বছর দায়িত্ব পালন করে জিতেছেন এমএলএস কাপ। ২০১৮ সালে জিতেছেন মেজর লিগ সকারের বর্ষসেরা কোচের অ্যাওয়ার্ডও।

আর্জেন্টাইন এই কোচের অধীনে ইন্টার মায়ামি ২০২৩ লিগস কাপ জিতেছিল। এ ছাড়াও চলতি মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে সাপোর্টারস শিল্ড জেতে ক্লাবটি। সেইসঙ্গে ২০২৫ ক্লাব বিশ্বকাপেও জায়গা করে নেয়। কিন্তু শেষ পর্যন্ত আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পরই নিজেকে দল থেকে সরিয়ে নিয়েছেন এই কোচ। ওই হারে এমএলএসের শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে মায়ামি।