বার্সেলোনা ও সমর্থকদের উয়েফার শাস্তি

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম
বার্সেলোনা ও সমর্থকদের উয়েফার শাস্তি

বর্ণবাদী আচরণের অভিযোগে ফুটবল ক্লাব বার্সেলোনার সমর্থকদের শাস্তি দিয়েছে উয়েফা। পাশাপাশি ক্লাবটিকেও আর্থিক জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে মোনাকোর বিপক্ষে অনুষ্ঠিত চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রথম ম্যাচে। ম্যাচের শুরুতেই দশজনের দলে পরিণত হওয়া ম্যাচটি কাতালানরা হারে ১-২ ব্যবধানে।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সেলোনার এক সমর্থকের ছবি ভাইরাল হয়। ওই ছবিতে লোকটিকে ‘নাৎসি’ প্রতীক সম্বলিত একটি ব্যানার নিয়ে গ্যালারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে তদন্তের পর অভিযোগের সত্যতা মেলায় ক্লাবটি ও এর সমর্থকদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। শাস্তি হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনা সমর্থকদের গ্যালারিতে নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ক্লাবটিকে ১০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

এ ছাড়াও উয়েফার আরও একটি অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনার টিকিট বিক্রি নিষিদ্ধ করেছে উয়েফা, তবে এই শাস্তি আপাতত এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

আগামী ৬ নভেম্বর সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে কাতালান জায়ান্টরা। ওই ম্যাচে ভক্তদের সমর্থন ছাড়াই খেলতে হবে দলটিকে।

তবে সমর্থকদের বর্ণবাদী আচরণের কারণে বার্সেলোনার শাস্তি পাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এপ্রিল মাসে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগে ২৫ হাজার ইউরো জরিমানা গুনতে হয় ক্লাবটিকে। সে সময় পার্ক দে প্রান্সে পিএসজির বিপক্ষে ম্যাচ চলাকালে বার্সেলোনার সমর্থকদের নাৎসি স্যালুট ও বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠে।

এ বিষয়ে বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট এলেনা ফোর্ত বলেছেন, ‘অগ্রহণযোগ্য। এটা খুবই বিরক্তিকর ও দুঃখজনক, যদি কেউ বলে যে তারা ক্লাবকে ভালোবেসে এমন আচরণ করে। সবকিছুর একটা সীমা আছে। কোনোভাবেই এই ঘটনার আর পুনরাবৃত্তি হতে দেওয়া যায় না; কখনও না।’