৫০ চার ও ২২ ছক্কায় ইতিহাস গড়লেন মুস্তাকিম

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৮ মার্চ ২০২৫, ০৭:১০ পিএম
৫০ চার ও ২২ ছক্কায় ইতিহাস গড়লেন মুস্তাকিম
ছবি : সংগৃহীত

একাই হাঁকালেন ২২টি ছক্কা, সঙ্গে বাউন্ডারির মেরেছেন ৫০টি! ৪০৪ রান করে ইতিহাস গড়লেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মুস্তাকিম হাওলাদার। বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে কোনও ব্যাটসম্যানের ৪০০ রানের ঘটনা এটাই প্রথম।

১০ম প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মঙ্গলবার (১৮ মার্চ) সেন্ট গ্রেগরি হাই স্কুলের বিপক্ষে আগে ব্যাট করে ৪০৪ রানে অপরাজিত থাকেন মুস্তাকিম। নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৭০ রান করে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ।  

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১.৪ ওভারেই ৩২ রানে অলআউট হয়ে যায় সেন্ট গ্রেগরি। ফলে ৭৩৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় ক্যামব্রিয়ান। 

সেন্ট গ্রেগরির হয়ে সর্বোচ্চ ১০ রানে অপরাজিত থাকেন ১১ নম্বরে ব্যাট করতে নামা অপূর্ব বারৈ। অন্যদিকে ক্যামব্রিয়ানের দুই বোলার মিলেই নিয়েছেন ১০ উইকেট। হাসান হৃদয় ১১ রান খরচায় নেন ৬ উইকেট। আর সাদ পারভেজ ১৬ রান খরচায় শিকার করেন ৪ উইকেট। 
  
আগে ব্যাট করতে নেমে ক্যামব্রিয়ানের দুই ওপেনার মুস্তাকিম ও নক্ষত্র কায়েস স্কোরবোর্ডে যোগ করেন ৬৬ রান। ২০ রানে কায়েস আউট হলে ভাঙে তাদের জুটি। তবে মুস্তাকিম খেলেন একেবারে ইনিংসের শেষ পর্যন্ত। 
 
সাইমান রহমান ফেরেন ৪ রান করে। এরপর সাদ পারভেজ ব্যাটিংয়ে ১২৪ বলে খেলেন ২৫৬ রানের ইনিংস। ১৩টি ছক্কা ও ৩২টি চারে সাজানো ছিলো তার ইনিংস। শেষ পর্যন্ত ৬৯৯ রানে অবিচ্ছিন্ন ছিলো তাদের জুটি।