1. হোম
  2. ধর্ম

শুভ বড়দিন আজ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ এএম
শুভ বড়দিন আজ
ফাইল ছবি

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ। খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষ্যে প্রতিবছর ২৫ ডিসেম্বর দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপন করা হয়।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খ্রিষ্টান ধর্মানুসারীরা যথাযোগ্য মর্যাদা, প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে বড়দিন উদযাপন করছেন। দিনটি উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশের গির্জাগুলোকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন গির্জা ও তারকা হোটেলে আলোকসজ্জা করা হয়েছে।

বড়দিন উপলক্ষ্যে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন অনেক খ্রিষ্টান পরিবারে কেক তৈরি করা হয় এবং বিশেষ খাবারের আয়োজন থাকে। দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় গানের পাশাপাশি কীর্তনের আয়োজনও করা হয়েছে।

অনেক খ্রিষ্টান পরিবার বড়দিন উপলক্ষ্যে আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাতে রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে এই দিনটিকে বিশেষভাবে গুরুত্ব দেন তারা।

এদিকে রাজধানীর তারকা হোটেলগুলোতেও বড়দিন উপলক্ষ্যে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। হোটেলের ভেতরে কৃত্রিমভাবে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ও সান্তা ক্লজ। আলোকসজ্জার পাশাপাশি অতিথিদের জন্য রাখা হয়েছে বিশেষ আয়োজন।

বড়দিনের প্রাক্কালে গত রাতে বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল থেকেই শুরু হয়েছে বড়দিনের মূল প্রার্থনা অনুষ্ঠান।

খ্রিষ্টান সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচারের উদ্দেশ্যেই যিশুখ্রিষ্টের পৃথিবীতে আগমন ঘটেছিল।

বিপি/আইএইচ