বিদেশে গমনে ইচ্ছুকদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২০ পিএম
বিদেশে গমনে ইচ্ছুকদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

বিদেশে গমনে ইচ্ছুকদের সতর্কবার্তা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশে গমনে ইচ্ছুকদের ভালো অঙ্কের বেতন ও কাজের লোভ দেখিয়ে ট্যুরিস্ট বা ভিজিট ভিসার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ রাশিয়া, গ্রিস, লিবিয়া, লেবানন, মিসর, কম্বোডিয়া, মালয়েশিয়াসহ অন্যান্য দেশে নিয়মবহির্ভূত ও অবৈধভাবে প্রেরণ করছে এক শ্রেণির প্রতারক ও দালালচক্র।

ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের আইনগত সুযোগ না থাকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিক ও মানসিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তার ঝুঁকিতে পড়ছেন। এমনকি বিভিন্ন দেশে অবৈধ পথে যাওয়ার সময় মৃত্যুর ঘটনাও ঘটছে।

এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সবাইকে বিদেশ যাওয়ার আগে কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে বলেছে।

১. দালালের প্রলোভনে ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের উদ্দেশ্যে বিদেশ গমন না করা।

২. কর্মসংস্থানের লক্ষ্যে বিএমইটির বহির্গমন ছাড়পত্র ছাড়া বিদেশে না যাওয়া।

৩. জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে কর্মসংস্থান এবং রিক্রুটিং এজেন্সির সঠিকতা নিশ্চিত হওয়া।

৪. কর্মসংস্থানের জন্য বৈধ রিক্রুটিং এজেন্সি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে না যাওয়া।

৫. বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান চুক্তি (সমঝোতা স্মারক) অনুযায়ী নারী কর্মীর মালয়েশিয়ায় কর্মসংস্থানের কোনো সুযোগ নেই।

৬. সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক, ইউটিউব ইত্যাদি) প্রচারিত ভুয়া বৈদেশিক চাকরির বিজ্ঞপ্তি থেকে প্রতারণার হাত থেকে রক্ষার জন্য রিক্রুটিং এজেন্সি বা নিয়োগকর্তার তথ্য বিএমইটির ওয়েবসাইট বা প্রবাসবন্ধু কল সেন্টার থেকে যাচাই করা যাবে।