আগামী নির্বাচন আওয়ামী লীগের কপালে নাই: জামায়াত আমীর

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৩ জানুয়ারি ২০২৫, ১১:৩৩ পিএম
আগামী নির্বাচন আওয়ামী লীগের কপালে নাই: জামায়াত আমীর

বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নাই জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ কেউ প্রশ্ন করে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবার ফিরবে কি না। যারা এদেশের মানুষকে ভালোবাসে না, সম্মান দেয় না, দেশের প্রতি ইঞ্চি মাটি আমানত- এ কথা যারা বিশ্বাস করে না, তাদের কপালে নির্বাচন নাই।’

তিনি বলেছেন, ‘এরা তিনটি নির্বাচন করেছে জুলুম করে। যারা নির্বাচনে বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন?’

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে নাটোর নবাব সিরাজ-উদ দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, অতি জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন দিয়ে যে যার জায়গায় ফিরে যান। জনগণ যাদের পছন্দ করবে, তাদের ভোট দিয়ে নির্বাচিত করবে।’

তিনি বলেন, ‘স্বাধীনতার পর দফায় দফায় যারাই ক্ষমতায় এসেছে, তারাই আমানতের খেয়ানত করেছে। কমবেশি সবাই এদেশের মানুষদের কষ্ট দিয়েছে। গত ১৫ বছরে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আওয়ামী লীগ। দেশপ্রেমিক সেনাবাহিনী থেকে শুরু করে একটার পর একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা।’

জামায়াত আমীর বলেন, ‘আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু না। আমরা পিন্ডির (রাওয়ালপিন্ডি বা পাকিস্তান) হাত থেকে মুক্ত হয়েছি অন্য কারো হাতে যাওয়ার জন্য না।’

‘যুদ্ধ এখনও শেষে হয়নি। দেশের সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’

পরে বিকালে জেলা পরিষদ মিলনায়তনে এক সুধী সমাবেশে তিনি বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ পৌনে ২ কোটি ভুয়া ভোটার তৈরি করেছে। এজন্য প্রয়োজনীয় সংস্কার আগে শেষ করতে হবে, যাতে কোনো ষড়যন্ত্রের কাছে সংস্কার হারিয়ে না যায়।’

এ সময় এক প্রশ্নের জবাবে জামায়াত আমীর বলেন, ‘জামায়াত সংখ্যানুপাতিক সংসদের পক্ষে অবস্থান নিয়েছে। এর ফলে যোগ্য সংসদ তৈরি হবে। নাচ, গান, হাসি, ঠাট্টা আর মূর্খের সংসদ হবে না।’

আগামীতে একটি আদর্শভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন এই নেতা।