পূর্বাচলের পথে তারেক রহমান
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুলেটপ্রুফ বাসে করে পূর্বাচলের ৩০০ ফিটে সংবর্ধনাস্থলে রওয়ানা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৫ ডিসেম্বর দুপুর ১২টা ৩৪ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয় তাকে বহনকারী বাসটি।
তারেক রহমান দলের শীর্ষ নেতাদের সাথে বাসে উঠলেও তার সহধর্মিনী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান উঠেছেন আলাদা গাড়িতে। ভিআইপি প্রোটোকলে তারা দুজন যাচ্ছেন গুলশানের বাসভবনের উদ্দেশে।
সংবর্ধনায় দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দিবেন তিনি।
সংবর্ধনা শেষে সপরিবারে তারেক রহমান যাবেন এভারকেয়ার হাসপাতালে, চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে। মায়ের সঙ্গে কিছু সময় কাটানোর পর তারেক রহমান যাবেন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে।
এর আগে সকাল ৯ টা ৫৫ মিনিটে ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন তারেক। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান তারেক রহমান।