1. হোম
  2. রাজনীতি

হাদি হত্যাকাণ্ডে শেখ হাসিনার জড়িত থাকার অভিযোগ

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম
হাদি হত্যাকাণ্ডে শেখ হাসিনার জড়িত থাকার অভিযোগ
ছবি- সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অভিযোগ করেছেন, দেশকে অস্থিতিশীল করা, অরাজকতা সৃষ্টি এবং নির্বাচন বানচালের উদ্দেশ্যে ভারতে অবস্থান করে শেখ হাসিনা শরিফ ওসমান হাদিকে হত্যার নির্দেশ দিয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ রফিকুল ইসলাম ফারুকের ১২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়।

টুকু বলেন, যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, তারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, বিএনপি সঠিক সময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদী। একই সঙ্গে তিনি দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরলে দেশজুড়ে আনন্দের জোয়ার বইবে এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে।

দোয়া মাহফিলে শহীদ রফিকুল ইসলাম ফারুক স্মৃতি সংঘের সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

বিপি/ এএস