শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেব: সারজিস

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:২৭ অক্টোবর ২০২৫, ০৩:৫২ পিএম
শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেব: সারজিস
ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা শাপলা প্রতীক চেয়েছি। শাপলা প্রতীক পাওয়াতে আইনগত কোনো বাধা নেই। শাপলা প্রতীক আদায় করে নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব।

সোমবার (২৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে দলীয় সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন,জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দায়সারাভাবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না।

অন্যান্য দলের সঙ্গে জোট প্রসঙ্গে এনসিপির নেতা বলেন,জুলাইয়ে হতাহতদের বিচারসহ অন্যান্য দাবিতে যারা একমত হবে, তাদের সঙ্গে জোট করতে আমাদের আপত্তি নেই।

এর আগে টাঙ্গাইলে জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভাকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে উপস্থিত হন। পরে প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।